Feminists For a Free Palestine. Stop the Genocide. End the Occupation. Arms Embargo now! — Diverse Feminist Collective, Bangladesh, April 2025

Creator: Diverse Feminist Collective

Feminists For a Free Palestine. Stop the Genocide. End the Occupation. Arms Embargo now!

As feminists, activists, artists, researchers, and organizers who are rooted in movements, and movement building for the right to self-determination, we stand in solidarity with our comrades resisting genocide and are joining the fight for liberation of Palestine.    We refuse to be complicit with the ongoing genocide in Gaza and a demand an arms embargo to resist the brutal military onslaught being unleashed to ethnically cleanse Palestine once again. Significant portions and the manifesto are adapted from the letter circulated in 2023 by Feminist Scholars from Free Palestine written and co authored by Tithi Bhattacharya and others. We acknowledge their labor and inspiration in adapting the letter to the present, and specifically Bangladesh context. 

We affirm that:

  • We are against colonialism, imperialism, and genocide, whenever and wherever it is practiced – be it in Chittagong Hill Tracts, Kashmir, Balochistan, Congo, Sudan, or Palestine. 
  • We are against military occupation and ethnic cleansing, whenever and wherever it is practiced.
  • We are for the liberation and self-determination of colonized people, without exception, for Palestinians in their homeland, Adivasis in Bangladesh, and Rohingya in Myanmar. 
  • We believe that colonized people have the right to choose their means of resistance, in resisting and movement building against imperialist and fascist powers. 
  • We stand against apartheid and settler colonialism, without exception.
  • We stand against war crimes, without exception. 
  • We refuse the racist weighting of human life, without exception. Humanity is not a hierarchy.
  • We refuse imperialist, racist, Islamophobic, Islamo-supremacist (erasure of many forms of Islam as inauthentic), antisemitic, sexist, casteist, fascist, technofascist, and classist practices, discourse, and majoritarian incitement to violence, without exception. 
  • We condemn the brutal killing, maiming, kidnapping, and imprisonment of children in Palestine.  Half the population of the Gaza Strip, which is effectively an open air prison, are children. 
  • We condemn the racist/anti-Semitic caricature of Jewish people, particularly in populist movements in Muslim-majority countries, when many are actively organizing and leading the movements against the Zionist state. 
  • We refuse the use of colonial feminism and pinkwashing to justify genocide, without exception. 
  • We refuse the use of greenwashing to cover up the destruction of land, trees, and water resources, without exception.
  • We refuse the complicity of the Bangladeshi elites and the state apparatus in using, funding, and deploying Israeli weapons, strategies for surveillance, and tagging resistance. We refuse the misdirection by the government and powers that be in stating symbolic support for Palestine, drawing on the long history of solidarity between Palestine and Bangladesh, with the former East Pakistan supporting the 1967 Six-Day War. Bangladesh was one of the first countries to recognize Palestine after its Declaration of Independence on November 15th 1988 and sent a group of medics to fight alongside the Palestine Liberation Organization in 1987. Sadly,  Bangladesh has been in business with Israel behind closed doors, particularly for surveillance technology and equipment

We refuse to be complicit in the ongoing genocide and settler colonialism in Palestine.  

We stand with our comrades who are speaking up and acting against this genocide but are met with punishment from the Empire and institutions in alliance within Empire.  We oppose the securitization and punishment of our queer/feminist Palestinian comrades who are being erased within the dominant framings of the genocide.  

We stand firm in our anticolonial, antiracist, antifascist and anti-imperialist commitments, for we believe:

None of us are free until we are all free. None of us are free until Palestine is free. 

End the Siege. End the Occupation. Land Back. Arms Embargo Now! 

Our feminism compelled us to partake proactively in the July Uprising, and protest the continued occupation of CHT and it compels us to say: Free Palestine!

Signed,

Diverse Feminist Collective and 113 signatories, including those listed below.

Below are signatories who consented to being identified in the letter fully/partially. 

  1. Shanaj Parvin Jonaki, Feminist
  2. Kazi Tahsin Agaz Apurbo, Artist, Curator, Organizer  
  3. Kabya Krittika, RA Cum Lecturer, University Of Liberal Arts Bangladesh 
  4. Oliur Sun, Lecturer, University Of Liberal Arts Bangladesh
  5. Mayeda Tanha Bidushy, Activist 
  6. Paddmini Chakma, Photographer  
  7. Sifat Nourin Bonni
  8. Rashna Mahzabin, Development Professional 
  9. Ishrat Jahan Prachy, Human Rights Lawyer And Activist 
  10. Souriya  Yeasmin, Dental Surgeon 
  11. Mithila Mahfuz, Teacher
  12. Anonymous, Photographer
  13. Pujan Biprotip,  Founder, Jongshon Bangladesh 
  14. Anonymous, Student, University Of Liberal Arts Bangladesh (Ulab)
  15. Raiyan Islam, Photographer 
  16. Arup Rahee, Poet, Singer, Thinker 
  17. Director Operations, Aotoeb
  18. Sadia Marium, Kaali Collective, Photographer & Teacher
  19. Fouzia Mahin Choudhury, Writer, Artist, And Researcher
  20. Naseef Faruque Amin, Writer-Screenwriter, Auteur Collective
  21. Sushmita S Preetha, Editor And Researcher
  22. Anonymous, Department Of Computer Science And Engineering, Dhaka University
  23. Unmesh Roy, Teacher, University Of Barishal
  24. Jhikipoka, Artist, Activist And Student, Bangladesh
  25. Fattah Siam, Ulab
  26. Sayrat Salekin, Writer, Researcher
  27. Kazi Zahanara Helen, Student
  28. Anirudha Anu,  Hatirpool Sessions, Spardha
  29. Kazi, Activist.
  30. PSS
  31. Shuvam Paneru, Kaalo.Ekseyek
  32. Zohan Araz Khan, Student, Jahangirnagar University 
  33. Kashfia Nahreen, Writer And Activist
  34. Tanjeem Ashhab Arnob, Student, Brac University 
  35. Homaira Zaman,  Architect 
  36. Muntakim Sakif, Student
  37. Shatabdika Urmi, Poet And Activist
  38. Apon Das, Researcher, Tech Global Institute
  39. Bafil Ahmed Oritro
  40. Samia Chowdhury, Student- Brac University 
  41. Sajan
  42. Mohymeen Layes, Researcher 
  43. Dr Ananya Raihan, Economist 
  44. Mx Gulal, Independent Researcher And Artist
  45. Melvin Mukerji – Musician
  46. Anonymous, Chandpur Medical College, Chandpur. 
  47. Nazmus Sakib, Dental Surgeon
  48. Anika, Director Climate Action And Knowledge Management, Bonhishikha
  49. Md. Kamal Hossain, Organizer, Nirikh
  50. Parul Soni, Founder Consultant And Artmaker
  51. Anonymous,  Architect,  Educator
  52. Sajib Sakhawat, University Of Bologna, Italy
  53. Shaharik Istik Raz,  Student & Photographer 
  54. Anonymous, Student, Independent University Of Bangladesh 
  55. Laboni Ashrafi, Filmmaker & Lecturer , University Of Liberal Arts Bangladesh
  56. Maya Bhardwaj, University Of Pretoria 
  57. Fahad Al Alam, Faculty, Pathshala South Asian Media Institute
  58. Shifat Amreen, Lecturer, Brac University
  59. Protiva, University Of East Anglia, UK
  60. Kabita Chakma, Free Researcher And Writer
  61. Nishat, Student
  62. Sara Nazoor – Jewelry Artist 
  63. Anonymous, Professor, USA
  64. Mehezabin, Student 
  65. Saaraa Aroni, Student And Artist, Dhaka, Bangladesh 
  66. Farmin Ahsan, Architect/ Urban Designer, Doctoral Student 
  67. Zarin Tasnim Reza, Piran Bangladesh
  68. Subinoy Mustofi Eron, Co-Founder, Activate Rights
  69. Tasaffy
  70.  Sumana Akter, Performance Artist
  71. Saydia Gulrukh, Journalist
  72. Antara Farnaz Khan, Educator And Organiser
  73. Sam, Artist
  74. Hana Shams Ahmed, Phd Candidate, York University, Canada
  75.  Zafrin Jahan Jerin, Central Convener Of Jonomukti
  76. Anonymous, Lecturer, BRAC University
  77. Anonymous, Student, Sylhet Agricultural University 
  78. Ismat Rahat 
  79. Raian Abedin, Student, North South University
  80.  Raqiba Amatul Karim, Dentist, Teacher
  81. Nirnoy Islam, Teacher 
  82. Sarah Nafisa Shahid, Organizer and Writer

মুক্ত ফিলিস্তিনের জন্য নারীবাদীরা। গণহত্যা বন্ধ করো। দখলদারিত্ব বন্ধ করো।

আমরা নারীবাদী, এক্টিভিস্ট, শিল্পী, গবেষক ও সংগঠক যারা বিভিন্ন অধিকার আন্দোলন গড়ে তোলার সাথে জড়িত, গাজায় চলমান গনহত্যা এবং ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করার যেই নৃশংস সামরিক আক্রমন চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই। এই বিবৃতির উল্লেখযোগ্য অংশ ও ইশতেহারটি ২০২৩ সালে ফ্রি প্যালেস্টাইনের পক্ষে নারীবাদী পণ্ডিতদের প্রচারিত চিঠি থেকে গ্রহণ করা হয়েছে যা তিথি ভট্টাচার্য এবং অন্যান্যদের দ্বারা লিখিত। তাদের শ্রম, জ্ঞান এবং অনুপ্রেরণাকে ভালবাসা আর সাধুবাদ জানাই। আমরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে চিঠিটি পরিমার্জন করেছি।  

আমরা দৃঢ়ভাবে বলছি যেঃ 

  • আমরা উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ ও গণহত্যার বিরুদ্ধে, তা যেখানেই ঘটুক এবং যেকোন সময়েই ঘটুক না কেন। হোক তা পার্বত্য চট্টগ্রাম, কাশ্মীর, বেলুচিস্তান, কঙ্গো, সুদান কিংবা ফিলিস্তিন। 
  • যখন এবং যেখানেই হোক না কেন, আমরা সামরিক দখলদারিত্ব ও জাতিগত নির্মূলের বিরুদ্ধে।
  • কোন ব্যতিক্রম ছাড়াই, আমরা উপনিবেশিত জনগণের মুক্তি এবং আত্মনিয়ন্ত্রণের পক্ষে। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের, বাংলাদেশে আদিবাসীদের এবং মিয়ানমারে রোহিঙ্গাদের।
  • আমরা বিশ্বাস করি যে, উপনিবেশিত মানুষের সাম্রাজ্যবাদী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ ও আন্দোলন গড়ে তোলার জন্য, নিজস্ব প্রতিরোধের উপায় ও ভাষা বেছে নেওয়ার অধিকার রয়েছে। 
  • আমরা কোন ব্যতিক্রম ছাড়াই, বর্ণবাদের বিরুদ্ধে দাড়িয়েছি। 
  • আমরা কোন ব্যতিক্রম ছাড়াই, যুদ্ধাপরাধের বিরুদ্ধে দাড়িয়েছি। 
  • আমরা কোন ব্যতিক্রম ছাড়াই, মানব জীবনের বর্ণবাদী মানদণ্ড প্রত্যাখ্যান করি। মানবতা কোনও শ্রেণিবিন্যাস নয়।  
  • আমরা কোন ব্যতিক্রম ছাড়াই, সাম্রাজ্যবাদী, বর্ণবাদী, ইসলামোফোবিক, ইসলামোফ্যাসিস্ট  (ইসলামের বৈচিত্র্য অস্বীকার করার প্রবণতা), ইহুদি-বিদ্বেষী, পুরুষতান্ত্রিক, বর্ণবাদী, ফ্যাসিবাদী, প্রযুক্তিনির্ভর ফ্যাসিবাদী, শ্রেণিবৈষম্যমূলক কর্মকাণ্ড এবং সংখ্যাগরিষ্ঠ দিয়ে সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেই। 
  • আমরা ফিলিস্তিনে শিশুদের হত্যা, আহত করা, অপহরণ এবং কারাদন্ডের বিরুদ্ধে দাড়াই । আমরা মনে রাখি যে, গাজা কার্যত একটি উন্মুক্ত কারাগার আর তার অর্ধেক জনসংখ্যাই শিশু। 
  • বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতে পপুলিস্ট আন্দোলনে, আমরা ইহুদি জনগণের প্রতি বর্ণবাদী ও ইহুদিবিদ্বেষী ব্যঙ্গচিত্রের নিন্দা জানাই। যখন অনেক ইহুদিরাই সক্রিয়ভাবে জায়োনিস্ট রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করছেন এবং নেতৃত্ব দিচ্ছেন।
  • আমরা কোন ব্যতিক্রম ছাড়া, গণহত্যাকে ন্যায্যতা দেওয়ার জন্য উপনিবেশিক নারীবাদ এবং পিঙ্কওয়াশিং-এর ব্যবহার প্রত্যাখ্যান করি।  
  • আমরা কোন ব্যতিক্রম ছাড়া, জমি, গাছ এবং জল সম্পদের ধ্বংস ঢাকতে গ্রীনওয়াশিং- এর ব্যবহার প্রত্যাখ্যান করি। 
  • আমরা বাংলাদেশের রাষ্টযন্ত্রের ইসরায়েলি অস্ত্র ব্যবহার ও আর্মি মোতায়েন বিরোধিতা করি। । ইসরায়েলি অস্ত্র, নজরদারি কৌশল এবং প্রতিরোধকে ট্যাগিংয়ের জন্য – এসবের ব্যবহারের সাথে সম্পৃক্ততার বিরোধিতা করি। যদিও ইতিহাস সাক্ষ্য দেয়, ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তান ফিলিস্তিনের পক্ষে ছিল। বাংলাদেশ ছিল সেই প্রথম দেশগুলোর একটি, যারা ১৯৮৮ সালের ১৫ই নভেম্বর ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার পর দেশটিকে স্বীকৃতি দেয় এবং ১৯৮৭ সালে ফিলিস্তিন মুক্তি সংঠনের পাশে থেকে যুদ্ধ করার জন্য চিকিৎসকদের একটি দল পাঠায়। এই ইতিহাসের জের টেনে প্রতীকী সমর্থন/ সংহতি প্রদানের কৌশলকেও প্রত্যাখ্যান করি কারন এই কৌশলের আড়ালেই রাষ্ট্র ইসরায়েলের সাথে ব্যবসা করে আর এই গণহত্যাকে বৈধতা দেয়। 

আমরা ততদিন চিৎকার করবো যতদিন  ফিলিস্তিনে গনহত্যা ও সেটলার উপনিবেশ চলমান। 

সাম্রাজ্য এবং সাম্রাজ্যের মধ্যে জোটবদ্ধ প্রতিষ্ঠানগুলি এই আন্দোলনের সহযোদ্ধাদের শাস্তি দিলে আমরা চুপ থাকব না। নীরব থাকা আমাদের কুইয়ার/নারীবাদী ফিলিস্তিনি কমরেডদের নিরাপত্তা এবং শাস্তিকে আরো জোরদার করে । এবং তাঁদের অস্তিত্ব গণহত্যার প্রভাবশালী কাঠামোর মাধ্যমে মুছে ফেলা হচ্ছে। 

আমরা আমাদের উপনিবেশবিরোধী, বর্ণবাদবিরোধী, ফ্যাসিবাদবিরোধী এবং সাম্রাজ্যবাদবিরোধী প্রতিশ্রুতিতে অটল থাকব কারণ আমরা বিশ্বাস করিঃ

আমরা কেউই স্বাধীন নই যতক্ষণ না আমরা সবাই মুক্ত হই। ফিলিস্তিনও এর ব্যতিক্রম নয়।

অবরোধের অবসান ঘটাও। দখলের অবসান ঘটাও। ভূমির হককে শ্রদ্ধা করো।

আমাদের নারীবাদী দর্শন আমাদেরকে জুলাই বিপ্লবে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে।  আমাদের নারীবাদী দর্শন আমাদেরকে পার্বত্য চট্টগ্রাম ও সমতলের আদিবাসীদের উপর অব্যাহত দখলদারিত্বের প্রতিবাদ করতে বাধ্য করে। আমাদের নারীবাদী দর্শন আমাদের বলতে বাধ্য করেঃ 

ফিলিস্তিনকে মুক্ত করো!  ফিলিস্তিনের আজাদি চাই!!

স্বাক্ষরে, 

বৈচিত্র্যময় ফেমেনিস্টগণ  এবং মোট ১১৩ জন স্বাক্ষরকারী।  

তাঁদের মধ্যে নীচের তালিকাভুক্ত ব্যক্তিরা  সম্পূর্ণ/আংশিকভাবে চিঠিতে তাদের পরিচয় প্রকাশের জন্য সম্মতি দিয়েছেনঃ 

 ১।  শাহানাজ পারভীন জোনাকি, ফেমিনিস্ট

 ২। কাজী তাহসিন আগাজ অপূর্ব, শিল্পী, কিউরেটর, সংগঠক

 ৩। কাব্য কৃত্তিকা, গবেষণা সহযোগী ও প্রভাষক, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ 

 ৪। অলিউর সান, প্রভাষক, ইউল্যাব

 ৫। মায়িদা তানহা বিদুষী, এক্টিভিস্ট

 ৬। পদ্মিনী চাকমা, আলোকচিত্রী 

 ৭। সিফাত নওরীণ বহ্নি

 ৮। রাশনা মাহ্জাবীন, সমাজ কর্মী 

 ৯। ইশ্রাত জাহান প্রাচী, মানম অধিকার আইনজীবি এবং একটিভিস্ট

১০। সুরাইয়া ইয়াসমিন, ডেন্টাল সার্জন 

১১। মিথিলা মাহফুজ, শিক্ষক

১২। অজ্ঞাতনামা, চিত্রগ্রাহক 

১৩। পূজন বিপ্রতীপ,  প্রতিষ্ঠাতা, জংশন বাংলাদেশ 

১৪। অজ্ঞাতনামা, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষার্থী 

১৫। রাইয়ান ইসলাম, ফটোগ্রাফার 

১৬। অরূপ রাহী, কবি, সংগীতশিল্পী, চিন্তক 

১৭। ডিরেক্টর অপারেশনস, অতএব 

১৮। সাদিয়া মরিয়ম রুপা, কালী কালেক্টিভ, আলোকচিত্রী ও শিক্ষক

১৯। ফৌজিয়া মাহিন চৌধুরী, লেখক, শিল্পী, গবেষক 

২০। নাসিফ ফারুক আমিন, লেখক-চিত্রনাট্যকার, আঁতুর কালেকটিভ 

২১। সুস্মিতা পৃথা, সম্পাদক এবং গবেষক 

২২। অজ্ঞাতনামা, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

২৩। উন্মেষ রায়, শিক্ষক, বরিশাল বিশ্ববিদ্যালয় 

২৪। ঝিকিপোকা, শিল্পী এবং একটিভিস্ট, বাংলাদেশ

২৫। ফাত্তাহ সিয়াম, ইউল্যাব

২৬। সায়রাত সালেকিন, লেখক-গবেষক

২৭। কাজি জাহানারা হেলেন, শিক্ষার্থী

২৮। অনিরুদ্ধ অনু, হাতিরপুল সেশন্স, স্পর্ধা 

২৯। কাজী, এক্টিভিস্ট

৩০। পিএসএস

৩১। শুভম পানেরু, কালো.একসেএক

৩২। জোহান আরাজ খান, ছাত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

৩৩। কাশফিয়া নাহ্‌রিন, লেখক, এক্টিভিস্ট

৩৪। তানজিম আশহাব অর্ণব,  ছাত্র, ব্র‍্যাক বিশ্ববিদ্যালয় 

৩৫। হোমায়রা জামান,  স্থপতি

৩৬। মুনতাকিম সাকিফ, ছাত্র 

৩৭। শতাব্দীকা ঊর্মি, কবি ও এক্টিভিস্ট

৩৮। আপন দাস, গবেষক (টেক গ্লোবাল ইনস্টিটিউট) 

৩৯। বাফিল আহমেদ অরিত্র

৪০। সামিয়া চৌধুরী, শিক্ষার্থী- ব্র্যাক ইউনিভার্সিটি 

৪১। সাজান

৪২। মোহাইমিন লায়েছ, গবেষক 

৪৩। ড  অনন্য  রায়হান, অর্থনীতিবিদ

 ৪৪। মিক্স গুলাল, স্বাধীন গবেষক এবং শিল্পী

৪৫। মেলভিন মুখার্জি,  মিউজিশিয়ান 

৪৬। অজ্ঞাতনামা, চাঁদপুর মেডিকেল কলেজ, চাঁদপুর 

৪৭। নাজমুস সাকিব, দন্ত চিকিৎসক 

৪৮। আনিকা, পরিচালক জলবায়ু কর্ম ও জ্ঞান ব্যবস্থাপনা,বহ্নিশিখা

৪৯। মো: কামাল হোসেন। সংগঠন : নিরিখ

৫০। পারুল সনি, প্রতিষ্ঠাতা পরামর্শদাতা এবং শিল্প নির্মাতা

৫১। অজ্ঞাতনামা, স্থপতি, শিক্ষক

৫২। সজীব সাখাওয়াত, ইউনিভার্সিটি অব বলোনিয়া 

৫৩। শাহারিক ইস্তিক রাজ, শিক্ষার্থী ও ফটোগ্রাফার 

৫৪। অজ্ঞাতনামা, শিক্ষার্থী, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ

৫৫। লাবনী আশরাফি, চলচ্চিত্রকার ও শিক্ষক , ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ

৫৬। মায়া ভরদ্বাজ, প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়

৫৭। ফাহাদ আল আলম, শিক্ষক, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সিটিউট

৫৮। সিফাত আমরীন, লেকচারার, ব্র‍্যাক ইউনিভার্সিটি 

৫৯। প্রতিভা 

৬০। কবিতা চাকমা, গবেষক এবং লেখক

৬১। নিশাত, শিক্ষার্থী

৬২। সারা নাজুর, গয়না শিল্পী

৬৩। প্রফেসর, ইউএসএ 

৬৪। মেহজাবিন, শিক্ষার্থী

৬৫। সারা অরণি, শিক্ষার্থী এবং শিল্পী 

৬৬। ফারমিন আহসান, স্থপতি / আরবান ডিজাইনার ও ডক্টরেট শিক্ষার্থী

৬৭। জারিন তাসনিম রেজা, পিরান বাংলাদেশ

৬৮। সুবিনয় মুস্তফী ইরন, সহ-প্রতিষ্ঠাতা, একটিভেট রাইটস

৬৯। তাসাফফী 

৭০। সুমনা আক্তার, পারফরমেন্স আর্টিস্ট   

৭১। সায়দিয়া গুলরুখ, সাংবাদিক 

৭২। আনতারা ফারনাজ খান, শিক্ষাবিদ ও সংগঠক 

৭৩। স্যাম, শিল্পী

৭৪। হানা শামস আহমেদ, পিএইচডি প্রার্থী, ইয়র্ক বিশ্ববিদ্যালয়, কানাডা

৭৫। জাফরিন জাহান জেরিন, কেন্দ্রীয় আহ্বায়ক, জনমুক্তি

৭৬। অজ্ঞাতনামা,শিক্ষার্থী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

৭৭। অজ্ঞাতনামা, প্রভাষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয় 

৭৮। ইসমত রাহাত, স্থপতি 

৭৯। রায়ান আবেদীন, শিক্ষার্থী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

৮০। রাকিবা আমাতুল করিম, দন্ত চিকিৎসক ও শিক্ষক

৮১। নির্ণয় ইসলাম, শিক্ষক 

৮২। সারাহ্ নাফিসা সাহিদ, সংগঠক ও লেখক


The statement has been published by AGITATE! Unsettling Knowledges in solidarity with the Diverse Feminist Collective.